নববর্ষে আ’লীগের র‌্যালি

মন্ত্রী বলার পর কর্মীরা বললেন ‘ইলিশ, ইলিশ’

দলীয় নেতাকর্মীদর উদ্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘নববর্ষের শুভেচ্ছা নিন, ঘরে ঘরে ইলিশ মাছ দিয়ে ভাত খান। মাছে-ভাতে বাঙালি। আর সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ। পুরান ঢাকায় ইলিশের জোয়ার বইছে। এটাকে আমাদের ধরে রাখতে হবে।’

রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে মঙ্গলবার সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত নববর্ষের র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এ সব কথা বলেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘কি রে ভাই, এটা কি, মাছটা কি? তার উত্তরে নেতাকর্মীরা বলে ওঠেন, ‘ইলিশ, ইলিশ, ইলিশ মাছ।’

মায়া বলেন, ‘আজকে বাংলাদেশে এমন কোন ঘর নাই। ইলিশ মাছ দিয়ে ভাত খায় না। এই মাঠেও সমিতির ভাইয়েরা ইলিশ মাছ দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছেন। এই ইলিশ ঘরে ঘরে যাক। বাঙালির ঘরে এই ইলিশ আজকে প্রতিষ্ঠিত হোক। সেই কামনা আমরা করি।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা বুঝার বুঝবেন। যারা বুঝবেন না তাদের কানে আঙুল দিয়ে বোঝাতে পারবো না। ইশারাই কাফি।’

র‌্যালিপূর্ব বাহাদুর শাহ পার্কে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নেতাকর্মীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়া গত বাংলা বছরে প্রায় দেড়শ মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন। আজকে প্রায় একশো দিন হতে চলছে অবরোধ দিয়ে রেখেছেন। মানুষ হত্যা, গণতন্ত্র হত্যা, যুদ্ধাপরাধীদের রক্ষা করা, মামলা থেকে বাচাসহ সর্বশেষ দেশটাকে অকার্যকর দেশে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।’

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সহস্র নাগরিক সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের নির্বাচনী প্রতীক ‘ইলিশ’।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্ষ বরণ র‌্যালির শুভ উদ্বোধন করেন ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

র‌্যালিতে ‘ইলিশ’ ও মাইকে ‘ইলিশ’ দেখা যায়।

র‌্যালিটি বাহাদুর শাহ পার্ক থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ প্রমুখ।



মন্তব্য চালু নেই