মন্ত্রীদের মুখ সেলাই করে দিন: ড. শাহেদা
মন্ত্রীদের মুখে যা আসছে তাই বলছে। তাই মন্ত্রীদের মুখ ‘সেলাই’ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ‘গড়ব বাংলাদেশের’র আহ্বায়ক ড. শাহেদা।
সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরই্উ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ইনসাফ পার্টির (বিআইপি) আয়োজনে ‘পুড়ছে মানুষ–জ্বলছে দেশ, রাজপথে নামো দেশবাসী’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ড. শাহেদা বলেন, আপনার দলের মন্ত্রীরা যা মুখে আসছে তাই বলছেন। এতে দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে। তাই মন্ত্রীদের মুখটা একটু সেলাই করে দেন। একজন মুখপাত্র রাখেন যে দলের পক্ষ হয়ে কথা বলবে।
প্রতি এক মিনিট পর পর ইন্টারনেটে যে খবর দেখানো হচ্ছে তাতেও মানুষ বিভ্রান্ত হচ্ছে মন্তব্য করে শাহেদা আরো বলেন, কাউকে অ্যারেস্ট করলে সরাসরি বলুন। কাতুকুতু চিমটি দিয়ে দেশ চালানো যাবে না। হয় কঠোর হস্তে সন্ত্রাস দমন করুন, না হয় ক্ষমতা ছেড়ে দিন।
পেট্রোলবোমা হামলায় বিএনপির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে মন্তব্য করে তিনি হাসিনাকে বলেন, ‘কোনো উপায়ে যদি পেট্রোলবোমা থেকে দেশকে বাঁচাতে পারেন তাহলে দেশের ১৮ কোটি মানুষ আপনার সঙ্গে থাকবে।
তিনি খালেদা জিয়াকে প্রশ্ন করে বলেন, খালেদা ম্যাডাম আপনার কি ভোটের দরকার নেই? যারা আজ পরীক্ষা দিচ্ছে তারা ২ বছর পরে ভোটার। ১৫ লাখ পরীক্ষার্থীর আরো ৩০ লাখ মা-বাবা আছে। তারা সবাই আজ আপনার ওপর বিরক্ত। আপনি কি পরীক্ষার ১৬ দিন হরতাল-অবরোধ বন্ধ রাখতে পারেন না?
তিনি বলেন, ‘পেট্রোলবোমা কোনো রাজনীতি না, গণতন্ত্র না। আন্দোলন না। এটা ঠাণ্ডা মাথায় মানুষ খুন।
সুশীল সমাজের সমালোচনা করে ড. শাহেদা বলেন, যারা নিজেদের সুশীল সমাজ দাবি করেন তারা কোন ইউনিভার্সিটি থেকে এ ডিগ্রি অর্জন করেছেন? সুশীল সমাজ ও বুদ্ধিজীবীরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন।
বাংলাদেশ ইনসাফ পার্টির সভাপতি শহিদ চৌধুরীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন- গণতান্ত্রিক কর্মীশিবিরের সভাপতি নূরুল হক মেহেদী, বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ভাসানী ন্যাপের চেয়ারম্যান মোস্তাক আহমদ ভাসানী, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ডা. মো. সম্রাট জুয়েল চিশতী, গণঅধিকার পার্টির সভাপতি মো. হোসেন মোল্লা প্রমুখ।
মন্তব্য চালু নেই