মন্ত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই
মন্ত্রিসভার সদস্যদের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের পাঠানো সতর্ক বার্তা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ‘আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই, তবে সতর্ক আছি।’
মঙ্গলবার সচিবালয়ে আইন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে সাবধানতা অবলম্বন করতে বলছি। সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি।’
তিনি আরো বলেন, ‘গোয়েন্দারা সাধারণত যেসব তথ্য পায়, সেসব তথ্যই সরকারকে জানায়। তারই ধারাবাহিকতায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া আমাদের জানিয়েছেন যে, তাদের কাছে তথ্য আছে, যেকোনো সময় মন্ত্রিসভার সদস্যদের উপর হামলা হতে পারে। আমরা যেন সাবধান হই।’
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘গুলশানে যে হামলা হয়েছে, সে হামলাকে হালকা করে দেখার কোনো অবকাশ নেই।’
উল্লেখ্য, গতকাল সোমবার হামলার আশঙ্কা প্রকাশ করে মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে মন্ত্রিসভার সদস্যদের সতর্ক করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান। একাধিক মন্ত্রী এ বার্তা পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ কমিশনারও এ বার্তা দেয়ার কথা জানিয়েছেন।
পুলিশ জানায়, মন্ত্রীদের ওপর জঙ্গি হামলার আশঙ্কা থাকায় তাদের এই বার্তার মাধ্যমে সতর্ক করা হয়েছে।
ডিএমপি কমিশনারের পাঠানো ওই বার্তায় সালাম জানিয়ে বলা হয়, ‘গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী জঙ্গিরা যেকোনো সময় মন্ত্রিসভার যেকোনো সদস্যের ওপর হামলা চালাতে পারে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।’ বার্তায় মন্ত্রীদের সতর্ক থাকা, গানম্যান ও নিরাপত্তা দলকে ব্রিফ করার অনুরোধ জানানো হয়।
মন্তব্য চালু নেই