মন্ত্রিসভার বৈঠকে ছিলেন না সৈয়দ আশরাফ

মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রাক্তন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার ৬৯তম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

পরবর্তীতে সচিবালয়ে সাংবাদিকদের সামনে এক সংবাদ বিফ্রিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা প্রশ্নের জবাবে বলেন, ‘আজ (সোমবার) বৈঠকে (মন্ত্রিসভা) দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপিস্থিত ছিলেন না। তার মানে এই নয় যে আগামীতে তিনি আসবেন না।’

মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়ার জন্য সৈয়দ আশরাফকে ‘ক্যাবিনেট ফোল্ডার’ পাঠানো হয়েছিল কি না- সেই প্রশ্ন এড়িয়ে গেছেন মন্ত্রিপরিষদ সচিব।

গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। একই দিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে দেওয়া হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব।

মন্ত্রিসভায় আরো রদবদল হচ্ছে কি না- এমন প্রশ্নে মোশাররাফ বলেন, রিশাফল হয়ে যাওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তি পাবেন। আবার আমাদের ওয়েসবাইটেও দেখতে পাবেন।



মন্তব্য চালু নেই