মন্ত্রণালয়ে ব্লগারের তালিকা হেফাজত দেয়নি : আল্লামা শফী

স্বরাষ্ট মন্ত্রনালয়ে ব্লগারদের কোন তালিকা হেফাজত ইসলাম কখনো দেয়নি বলে দাবি করেছেন অরাজনৈতিক ও ধর্ম ভিত্তিক সংগঠনের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গত ২৪মে রবিবার সন্ধায় সংবাদ পত্রে পাঠানো বিবৃতিতে হেফাজতের আমীর এ দাবি করেন। বিবৃতিতে বলা হয় হেফাজতের তালিকাভুক্ত ব্লগাররাই জঙ্গীদের হিটলিষ্টে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ধরনের প্রচারের প্রতিবাদ জানিয়েছেন আল্লামা শাহ আহমদ শফী। তাছাড়া সিলেটে অনন্ত হত্যার পর একটি জাতীয় দৈনিক সংবাদ পত্রে প্রিয় অনন্ত শিরোনামে অধ্যাপক জাফর ইকবাল এক লেখায় হেফাজতে ইসলামের তালিকাভুক্ত ৮৪ জন ব্লগারদের নাম স্বরাষ্ট মন্ত্রনালয়ে তালিকা দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, ২০১৩ সালে ৩১শে মার্চ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে গঠিত নয় সদস্যের তদন্ত কমিটিতে ৮৪ জন ব্লগারদের নাম দিয়েছিল আঞ্জুমানে আল বায়্যিনাতের আহবায়ক মাহবৃবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা হেফাজতের কেউ নয় এবং সে বৈঠকে হেফাজতের কোন দায়িত্বশীল ব্যক্তি অংশ নেয়নি বলে বিবৃতিতে তিনি দাবি করেন।



মন্তব্য চালু নেই