মনিপুর স্কুলের শিক্ষিকার ঝুলন্ত লাশ

রাজধানীর মিরপুরে শাম্মি আক্তার সুমি নামে মনিপুর স্কুলের চারুকলার এক শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের মধ্য মণিপুরের ৬৬৯ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমি মণিপুর স্কুল ও কলেজের চারুকলার শিক্ষিকা। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আবুল হোসেনের মেয়ে। মিরপুরে স্বামী সুমন হাবিবের সঙ্গে থাকতেন তিনি।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানায়, স্বামী-স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাসের পর বিয়ে করে একসঙ্গে থাকতেন। তাদের দুজনের বাড়ি বরিশালে। তার স্বামী কয়েকদিন আগে বাড়িতে যায়। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
রবিবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য মনিপুরের ৬৬৯ নম্বর বাসার দ্বিতীয় তলায় সুমির লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জের ধরে সুমি আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
মন্তব্য চালু নেই