মধ্যরাতে ভূমিকম্পে ফের কেঁপে উঠলো সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২টা ৪৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
দ্বিতীয় দফা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মাওলাইক এলাকার ৩৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিল ৮০ কিলোমিটারে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ১।
ভূমিকম্পের পর অনেককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। দ্বিতীয় দফার এ ভূমিকম্পে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আজ বিকাল ৩টা ৯ মিনিটে রাজধানীসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়। সে ভূমিকম্পের স্থায়িত্ব ছিল ৯ সেকেন্ড। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৭২ কিলোমিটার দূরে ত্রিপুরার আমবাসায়। ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে ছিল ভূকম্পের কেন্দ্রস্থল।
সাম্প্রতিক সময়ে বেশ ঘনঘন ভূমিকম্প হচ্ছে বাংলাদেশসহ এই অঞ্চলে। বিশেষজ্ঞরা আশংকা করছেন, একটি বড় ভূ-কম্পনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
মন্তব্য চালু নেই