মধ্যরাতেও সীমাহীন যানজট
যানবাহনের চাপ বৃদ্ধি ও বৃষ্টির কারণে বৃহস্পতিবার মধ্যরাতেও স্থবির হয়ে পড়েছে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক। সড়কটির কয়েকটি পয়েন্টে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন।
বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়ে বর্তমানে চরম আকার ধারণ করেছে যানজট। বৃষ্টির কারণে সড়কের বেশিরভাগ অংশ জুড়ে জলাবদ্ধতাও দেখা দিয়েছে। ফলে যানবাহনগুলো মোটেও সামনে এগোতে পারছে না।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সড়কটির জিরাবো পয়েন্ট থেকে আশুলিয়ার ধেউর পর্যন্ত স্থবিরতার খবর পাওয়া গেছে।
জিরাবো থেকে জামগড়া পর্যন্ত ধীর গতিতে যানবাহন চললেও শিমুলতলায় পৌঁছে থেমে যাচ্ছে গতি। সড়কের বেহাল অবস্থার কারণে এখানেও তীব্র যানজট। সেখান থেকে বাইপাইল পর্যন্ত কয়েক লাইনে শত শত যানবাহন আটকা পড়েছে।
এ ছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় থেকে শ্রীপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। এই পথে আটকা দুর্ভোগে পড়েছন হাজার হাজার ঘরমুখো যাত্রী।
মন্তব্য চালু নেই