মদপানে ২১ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদ পানে মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে। এবার উত্তর প্রদেশে ঘরে তৈরি মদ পান করে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাতে ঐ মদ পান করে আরও অনেকে এখনও গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পুলিশ স্থানীয় এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে।
পুলিশ ধারণা করছে, ওই মদ বিক্রেতা মদে কোন ধরনের রাসায়নিক উপাদান মিশিয়েছিল। পাশাপাশি এ ঘটনায় জেলার কয়েকজন কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসে বিহারে সব ধরনের মদ কেনা-বেচায় নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। তবে সমালোচকদের মতে এ ধরনের পদক্ষেপ নিম্নমানের অবৈধ মদ তৈরির প্রক্রিয়া আরও বাড়িয়ে দেবে।
তথ্যসূত্র : বিবিসি বাংলা
মন্তব্য চালু নেই