মদন উপজেলা চেয়ারম্যান আর নেই

প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনা জেলা বিএনপির সহ-সভাপতি, মদন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান মদন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম,এ হারেছ (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুধবার রাত ১১টা ১০মিনিটে পৌরসভার কোর্ট বিল্ডিং এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভার মেয়র,সহকারী কমিশনার (ভূমি), মদন থানার ওসি,জেলা-উপজেলা বিএনপি, আওয়ামীলীগ ও প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ মরহুমের বাসায় যান এবং মরহুমের বিদেহী আতœার মাখফিরাত কামনা করে শোকসমÍপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন । তিনি মৃত্যুকালে দুই স্ত্রী, দুই মেয়ে, পাঁচ ছেলেসহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পাবলিক হল চত্বরে জানাজা শেষে গ্রামের বাড়ী রতœপুরে পারিবারিক কবর স্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য এমপি রেবেকা মমিন ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পক্ষ থেকে মরহুমের আতœার মাখফিরাত কামনা করে শোকবার্তা পাঠান। এছাড়াও জেলা-উপজেলা প্রশাসন,জেলা-উপজেলা বিএনপি, উপজেলা আওয়ামীলীগ, প্রেসক্লাব মদন, আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট, জাহাঙ্গীরপুর কেন্দ্রিয় বাজার সমিতি, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমীতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।



মন্তব্য চালু নেই