মদনে সড়ক দখল করে স্ট্যান্ড
আরমান জাহান চৌধুরী, মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা মদন-ফতেপুর এবং মদন- কেন্দুয়া উপজেলা সাথে সড়ক পথে যোগাযোগ রক্ষাকারী সড়ক টি অটো, সি.এন.জি স্ট্যান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। দু’টি সড়কের উপর সার্বক্ষণিক অটো এবং সিএনজি দাঁড় করিয়ে রাখা অন্যান্য যানবাহন, শিক্ষার্থী এবং জনসাধারণের চলাচলের মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতি নিয়ত যানজট লেগেই থাকে। পৌর কর্তৃপক্ষ ট্যাক্স আদায় করলেও এ ব্যাপারে তারা নিরব ভূমিকা পালন করছে বলে সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন। বাস,ট্রাক,সিএনজিসহ বিভিন্ন যানবাহন এ সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে ফলে এ দু’টি সড়ক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে। কিন্তু মদন উপজেলায় অটো, সিএনজির জন্য কোন স্ট্যান্ড না থাকায় অবৈধভাবে তারা রাস্তা দখল করে রেখেছে। এ সড়কটিতে অন্যান্য যানবাহন চলাচল, পথচারী এবং বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলের বিঘœ ঘটছে।
এ ব্যাপারে মদন উপজেলার সি.এন.জি ও অটো চালকরা জানান এ বিষয়ে আমরা পৌর মেয়রকে বলেছি এমনকি স্ট্যান্ডের সামনে একটি বিশাল গর্ত আছে এটিও নিজ উদ্যোগে বরাট করতে চেয়ে ছিলাম।
পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম বলেন, জায়গা না পাওয়ায় স্ট্যান্ড নিমার্ণ করা যাচ্ছে না।
মন্তব্য চালু নেই