মদনে বাল্য বিবাহরোধে মানববন্ধন
মদন (নেত্রকোণা) সংবাদদাতা ; নেত্রকোনার মদন উপজেলায় কাইটাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বুধবার বাল্য বিবাহরোধে ব্র্যাক ইউনিয়ন সমাজের উদ্যেগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ব্রাক ইউনিয়ন সমাজের নেত্রী স্বপ্না আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউপি চেয়াম্যান সাফায়েত উল¬াহ রয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ গোলাম রসূল, ইউপি সচিব রতন দেব, কল্পনা আক্তার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়কারী মোশেদুল হক প্রমূক।
সভায় কাইটাইল ইউনিয়নে বাল্য বিবাহরোধকল্পে প্রত্যেক পরিবারকে তথ্য কার্ড বিতরনের পরিকল্পনা নেয়।
মন্তব্য চালু নেই