মদনে ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে ইমাম আটক
মদন (নেত্রকোণা) সংবাদদাতা : ধর্ষণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চন্দ্রতলা মসজিদের ইমাম আব্দুল মোমিন (২২)।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে নেত্রকোনার মদন উপজেলায় রাজদেওতলা গ্রামে। সে কেন্দুয়া উপজেলার কান্দিউড়া রাগবপুর গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
এলাকা বাসী সূত্রে জানা গেছে, রাজদেওয়াতলা গ্রামের এলাই মিয়ার মেয়ের সাথে মসজিদের ইমাম আব্দুল মোমিনের সাথে দীর্ঘ দিন ধরে প্রেম বিনিময় চলছিল। এরই প্রেক্ষিতে সোমবার গভীর রাতে প্রেমিকার ঘরে প্রবেশ করলে বাড়ীর লোকজন ইমামকে আটক করে। মেয়ের চাচাত ভাই রুপালী মিয়া জানান,আমরা তাকে আটক করে তার অভিভাবককে খবর দিয়েছি। ছেলে মেয়ের সর্ম্পক থাকায় অভিভাবক আসলে রাতেই বিয়ে পড়ানো হবে। ঘটনাটি এলাকায় ধারুন চাঞ্চল্লের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মদন থানার এস আই মাফুজ মিয়া জানান, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য চালু নেই