মতিঝিলে বিলবোর্ড ভেঙে পথচারী আহত

রাজধানীর মতিঝিলে বিলবোর্ড ভেঙে পড়ে এক পথচারী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শাপলা চত্বরের অদূরে অবস্থিত বিলবোর্ডটি রবিবার বিকেল ৪টার দিকে গোড়া থেকে উপড়ে পড়ে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।

মতিঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন তুহিন বলেন, ‘বেলা ৪টার দিকে হঠাৎ বিলবোর্ডটি ভেঙে পড়ে। এতে এক পথচারী সামান্য আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

motizil-bill-bord-02

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বিলবোর্ড ভেঙে পড়ার বিষয়টি জানান হলে তারা তাৎক্ষণিক বিলবোর্ডটি সরিয়ে ফেলে।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, শামীম আহমেদ (২০) নামে এক যুবক হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে গেছেন। তিনি সামান্য আহত হন বলেও জানান তিনি।



মন্তব্য চালু নেই