মঞ্জুর হত্যার মূল আসামি এরশাদ : শাহ মোয়াজ্জেম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ মঞ্জুর হত্যার মূল আসামি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে একটি অনলাইন নিউজ পোর্টালের প্রথম বর্ষপূর্তিতে সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এরশাদ তো মঞ্জুর হত্যার মূল আসামি। সে কি করে একজন প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়? একজন আসামিকে যদি প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করেন তাহলে কি বাংলাদেশের কোন আদালত আছে তাকে শাস্তি দেয়?’

দেশের বর্তমানে অবস্থার কথা উল্লেখ করে মোয়াজ্জেম বলেন, ‘আজ আপনি আন্দোলনে নামেন আগামীকাল থেকে আপনাকে আর পাওয়া যাবে না। আজ সবার জীবন চলে যাচ্ছে। মানুষ খুন ও গুম হচ্ছে।’

বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের ব্যর্থতাকে দায়ী করে মোয়াজ্জেম বলেন, ‘খালেদা জিয়া তার অসুস্থ শরীর নিয়ে দলকে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু আমরা কেউই তা পারি নাই।’

মোহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন।



মন্তব্য চালু নেই