মঞ্চ ছেড়ে ‘রাস্তায়’ খালেদা
রাজধানীর নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সভা ও অনুষ্ঠান স্থলে এসে পৌঁছানোর পর মঞ্চ ছেড়ে রাস্তায় চেয়ার নিয়ে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মী ও দর্শকদের নব বর্ষের শুভেচ্ছা জানান।
এর আগে মঙ্গলবার বিকেল বিএনপি চেয়ারপারসন গুলশানের নিজ বাসভবন থেকে তার গাড়ি বহর নিয়ে নয় পল্টনের উদ্দেশ্যে রওনা হয়ে ৫টা ৫ মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন।
বাংলা নববর্ষ উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি। তার সঙ্গে আছেন বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা কর্মীরা।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নব বর্ষ উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মন্তব্য চালু নেই