মঙ্গলে রয়েছে পানি, নতুন আশা নাসার

মঙ্গলের মাটিতে পানি রয়েছে এ ব্যাপারে আরও একধাপ নিশ্চিত হলো নাসার তৈরি কিউরিওসিটি। মঙ্গলবার নাসার পক্ষ থেকে এক রিপোর্ট প্রকাশ করে জানানো হয়েছে, মঙ্গলের মাটিতে অবশ্যই পানি রয়েছে।

তবে তা কখনই বরফ হয়ে জমে নেই। রয়েছে থকথকে ভাবে মাটির সঙ্গে মিশে। একই সঙ্গে নাসার পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলের মাটি পরীক্ষা করে এই নতুন তথ্য পাঠিয়েছে কিউরিওসিটি। এদিন কোপেনহেগেনে এক বিজ্ঞান আলোচনাচক্রে অংশ নিয়ে বিজ্ঞানী নেইলেশ বোহার নয়া রিপোর্টের কিছু অংশ পাঠ করে শুনিয়েছেন।

নাসা সূত্রের খবর, থকথকে পানি মেশানো মাটি পরীক্ষা করে কিউরিওসিটি যে ছবি পাঠিয়েছে তাতে দেখা যাচ্ছে, মাটির এই থকথকে ভাব সকালে সূর্য ওঠা অবধি স্থায়ী হচ্ছে। তার পরেই হারিয়ে যাচ্ছে। নাসার এই নয়া রিপোর্ট ফের পানির আশা যোগাচ্ছে ওয়াকিবহাল মহলে।



মন্তব্য চালু নেই