মঙ্গলগ্রহে আলু চাষ করার লক্ষ্যে গবেষণা শুরু ‘নাসার’

অদূর ভবিষ্যতে মঙ্গলগ্রহে আলু ফলানোর লক্ষ্য নিয়ে গবেষণা শুরু করেছে নাসা(NASA)। গোটা পরিকল্পনা যাতে ভেস্তে না যায়, তার জন্য স্টেজ রিহার্সালটা পৃথিবীতেই সেরে নিতে চান নাসার গবেষক দলটি। নাসার প্রযুক্তিগত দিকটির যিনি প্রধান, তাঁকেই গোটা বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পৃথিবীতেই মঙ্গলগ্রহের মতো কৃত্রিম পরিবেশ তৈরি করে সেখানে আলু চাষ করা হবে। এ জন্য পেরুর আটাকামা মরুভূমিকে বেছে নেওয়া হয়েছে। এই মরুভূমির সঙ্গে মঙ্গলের অনেক মিল খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। তবে, এমন পরিবেশে আলু ফলানো খুব সহজ নয়ই বলে ধারণা নাসা কর্তৃপক্ষের। যে কারণে আলু নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছে, এমন একটি প্রতিষ্ঠানের সাহায্য নিচ্ছে নাসা। নাসা সূত্রের খবর, লিমা ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার (CIP) নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তারা কাজ করবে। ‘দ্য মার্সিয়ান’ সিনেমায় যেমনটি দেখানো হয়েছে, তেমন গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করে, সেখানে আলুর চাষ করা হবে। পরিবেশের কথা মাথায় রেখে, প্রাথমিক ভাবে ১০০ প্রজাতির আলুকে গবেষণার জন্ম বেছে নেওয়া হয়েছে। মোট সাড়ে ৪ হাজার প্রজাতির মধ্য থেকেই এই ১০০টি প্রজাতিকে বেছে নেওয়া হয়। সূত্র আরো জানায়, খুব স্বল্প পরিমাণ জল ও লবণের প্রয়োজন হয়, এমন আলুই গবেষণার জন্য নির্বাচন করা হয়েছে। সাফল্যের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী নাসার অ্যাস্ট্রোবায়োলজিস্ট। তাঁর কথায়, আমরা ১০০% নিশ্চিত নির্বাচিত ১০০ প্রজাতির আলু পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবে। তা হলে, এক ধাপ এগিয়ে থেকেই আমরা মঙ্গলে আলু চাষের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারব।



মন্তব্য চালু নেই