ভয় নেই, প্রতিদিনই বিদেশিরা আসছেন
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পরও বাংলাদেশকে অনিরাপদ মনে করছে না বিদেশিরা।কেননা প্রতিদিনই অনেক বিদেশি বাংলাদেশে আসছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার বিকালে এক অনুষ্ঠানে বিদেশি হত্যায় আইএসের জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, জাপানের নাগরিক একজন বয়স্ক মানুষ।তিনি মুসলমানও হয়েছেন। মসজিদে গিয়ে তিনি নিয়মিত নামাজ আদায় করতেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন করেন, তাকে কেন আইএস মারতে যাবে।
এছাড়া ইতালির যে নাগরিক রাজধানীর গুলশানে খুন হয়েছেন তিনি একটি এনজিওতে কাজ করতেন।তার এনজিওটি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্তদের পূর্ণবাসনে কাজ করতো। ফলে তাকে হত্যা করার পেছনে আইএসের হাত থাকার বিষয়টিও অযৌক্তিক।
এই দুই বিদেশি নাগরিক খুনে অন্য কোনো হাত থাকতে পারে। আমরা সে বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি। আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি। অপরাধীদের ধরার ব্যাপারে আমরা আশাবাদি।
মন্তব্য চালু নেই