ভ্রাম্যমাণ আদালতের ওপর গুলি, পুলিশসহ আহত ৪
রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের অবৈধ দোকানে উচ্ছেদ অভিযান পরিচালনার সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে। এ সময় আদালতকে লক্ষ্য করে কয়েকটি গুলিও চালানো হয়।
বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যসহ ডিএসসিসির তিন গাড়িচালক আহত হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কবির মাহমুদ বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করি। অভিযানটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়। বেলা তিনটার দিকে সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে এক পুলিশ কনেস্টেবলসহ আমাদের তিনজন ড্রাইভার আহত হয়। আহত পুলিশ সদস্যের নাম আব্দুল মান্নান।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে নিউমার্কেট এলাকায় রাস্তাদখল করে হাজার হাজার ফুটপাত ব্যবসায়ীরা দোকান বসিয়েছে। এসব বাজার উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হবে।’ এঘটনায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তির নাম উল্লেখ করে নিউমার্কেট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই