ভোলায় চুরির অভিযোগ শিশুকে রড দিয়ে পিটিয়ে জখম
ভোলার লালমোহনে আল আমিন (৯) নামে এক শিশুকে রড দিয়ে পিটিয়ে সারা শরীর নিষ্ঠুরভাবে থেতলে দিয়েছে দোকান মালিক। এতে শিশুটির হাত-পা ফুলে জখম হয়ে গেছে। হাসপাতালে বেড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালুরচর বাজারে চায়ের দোকানে চুরির অভিযোগ এনে শিশুটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়।
আল আমিন বালুরচর বাজার এলাকার খাঁ বাড়ির মিজানের ছেলে এবং বালুচর দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। তার বাবা চট্টগ্রাম শহরে সিএনজি অটোরিকশা চালায়।
স্থানীয়রা জানায়, দুপুরে আল-আমিনকে তার দুই বন্ধু বালুরচর বাজারে সিদ্দিকের চায়ের দোকানে চুরি করতে নিয়ে যায়। দুই বন্ধু তাকে দোকানের ভেতরে রেখে পালিয়ে যায়। এসময় দোকানদার সিদ্দিক আল-আমিনকে আটক করে। পরে দোকানের ভেতরেই তাকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে সারা শরীর থেতলে দেয়।
আল-আমিনের চিৎকারে বাজারের লোকজন তার বাড়িতে খবর দেয়। এরপর পরিবারের লোকজন গুরুতর অবস্থায় তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করে।
মন্তব্য চালু নেই