ভোলার দৌলতখানে বেড়ী বাধে ধ্বস, পানিতে ভাসছে মানুষ

টানা বর্ষন ও অতিরিক্ত জোয়ারের প্রভাবে ভোলার দৌলতখানে বাধ ভেঙ্গে প্লাবিত হয়েছে। ভাঙ্গা বাধ দিয়ে শুক্রবার বিকালে উপজেলার সৈয়দপুর পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে জনপদ ও ফসলের ক্ষেত।

স্থানীয়রা জানান, টানা বর্ষন ও প্রবল জোয়ারের চাপে দৌলতখানের সৈয়দপুর পয়েন্ট দিয়ে বাধটি গত কয়েকদিন থেকেই ঝূঁকির মধ্যে ছিলো। এরই ধারাবাহিকতায় ঘুর্ণিঝড় ‘কোমেন’-এর প্রভাবে ভোর রাতের দিকে বাঁধটি ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে শত শত ঘরবাড়ি, স্কুল, মাদ্রাসা তলিয়ে গেছে।

খোজ নিয়ে জানা গেছে, লোকালয়ে পানি প্রবেশ করার ফলেউচু স্থানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন মানুষ। কোনো কোনো পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এদিকে, শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান দূর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

এ ব্যপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, পুরাতন বাঁধ ভেঙ্গে কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে, নতুন বাধ ঝূঁকির মধ্যে থাকায় তা দ্রুত মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই