ভোলা-চরফ্যাসন সড়কে অনিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

অবৈধ যানবাহন চলাচল করার প্রতিবাদে শনিবার সকাল ১০ টা থেকে ভোলা-চরফ্যাসনসহ অভ্যান্তরিন সকল রুটে অনিদিষ্ট কালের জন্য যাত্রীবাহি বাস চলাচল বন্ধ করে দিয়েছে ভোলা বাস মালিক সমিতি। একই সাথে বাস স্ট্যান্ড এলাকায় ভোলা-চরফ্যাসন সড়কে রাস্তা ব্যারিকেড দিয়ে অবরোধ সৃষ্টি করায় সকল ধরনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে শত শত চরম দুর্ভোগে পড়েছে।

ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম জানান, ভোলা চরফ্যাসন রুটে অবৈধ ভাবে ভোলা ট্রান্সর্পোট বাস চালাচ্ছে। শুধু এ বাসই নয় দূরপাল্লার বাসে লোকাল যাত্রী নেয়া হয়। এ ছাড়া মহা সড়কে ৩ চাকার যানবাহন চালছে। এসব ব্যাপারে ইতো পূর্বে ভোলা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। তার পরও অবৈধ ভাবে এসব যানবাহন চলাচল বন্ধ না হওয়ার প্রতিবাদে বাস মালিক সমিতি ভোলা-চরফ্যাসনসহ অভ্যান্তরিন সকল রুটে বাসচলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে।

এদিকে পুলিশের এসপি সার্কেল,ভোলা সদর রামানন্দ সরকার জানান, বাস মালিকদের সাথে আলোচলা করে দ্রুত বাস ধর্মঘটসহ অবরোধ তুলে নেয়া হবে।



মন্তব্য চালু নেই