ভোট শান্তিপূর্ণ হচ্ছে বললেন ডিএমপি কমিশনার

শান্তিপূর্ণ ভোট হচ্ছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, অনিয়মের খবর পাওয়া যায়নি। সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। আমি কেন্দ্রে কেন্দ্রে পরিদর্শন করেছি, সব দলের এজেন্ট রয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কোথাও যদি এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়, দ্রুত তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের জানাবেন। এরপর র্নিবাচন কমিশন যে ব্যবস্থা নেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন অভিযোগে তিনি বলেন, নির্বাচনের বৈধ কাজগপত্র রয়েছে এমন সব সাংবাদিকদের যেনো কোথাও বাধা দেওয়া না হয় সে বিষয়ে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ জনের বেশি সাংবাদিক একসঙ্গে এক কেন্দ্রে যেন প্রবেশ না করেন এজন্য তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।



মন্তব্য চালু নেই