ভোট প্রত্যাখ্যান, সরকারের পদত্যাগ চাইলো বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নজিরবিহীন কারচুপির মাধ্যমে পৌরসভা নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল, সিল মেরে ব্যাটল বাক্স বোঝাই করা, ভোটকেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি, বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন তিনি। জনগণের প্রতি অনির্বাচিত এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন ফখরুল।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে এই সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছিল। ভোটের দিনও তা অব্যাহত ছিল। নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, এই নির্বাচনের মধ্যদিয়ে প্রমাণিত হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না।

সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, বিএনপি এই নির্বাচন প্রত্যাখ্যান করে সরকারের পদত্যাগ দাবি করছে। নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরাও রেহাই পায়নি বলে উল্লেখ করেন তিনি।



মন্তব্য চালু নেই