ভোটার নম্বর জানানো হবে এসএমএসে

অনুষ্ঠেয় বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে মোবাইলের এসএমএসের মাধ্যমে ভোটারদের কেন্দ্র ও ভোটার নম্বর জানানোর উদ্যোগ নিয়েছে নির্বচন কমিশন (ইসি)।
আগামী ১২ জুন বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে পরীক্ষামূলক এ সেবা চালু হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্রধারী দেশের সব নাগরিকের ভোটার নম্বর সহজে পাওয়ার সুবিধার্থে একটি সংসদীয় আসনে পরীক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১২ জুন বরিশাল উপ নির্বাচনে তা ব্যবহার করা হবে। এতে সফল হলে আগামীতে জাতীয় নির্বাচনে ভোটারের কেন্দ্র, ভোটার নম্বর এসএমএসে জানানোর ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।



মন্তব্য চালু নেই