ভোজ্য তেল কারখানায় আগুন, দগ্ধ ৭
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের একটি ভোজ্যতেল কারখানায় মেশিন মেরামত করতে গিয়ে আগুন লেগে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। আহত সাতজন হলেন, মাসুদুর রহমান (৩০), হারুনুর রশীদ (৪০), মাহবুব (৩০), আবদুল হাই (২৬), আবদুল মোতালেব (২২), ফয়সাল (২২) ও মো. রানা (১৮)।
ওই কারখানার সহকারী প্রোডাকশন ম্যানেজার হিজাবুল নকিব বলেন, মেঘনাঘাটে অবস্থিত মেঘনা গ্রুপের প্রতিষ্ঠান সিট ক্রাস্ট মিলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটেছে। একটি মেশিন মেরামত করতে গিয়ে আগুনের ফুলকিতে তারা দগ্ধ হয়েছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সবাই বার্ন ইউনিটে ভর্তি আছেন।
মন্তব্য চালু নেই