ভেরিফাইড হলো পলকের ফেসবুক প্রোফাইলও

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজ ভেরিফাইড হওয়ার পর এবার প্রোফাইলও ভেরিফাইড হলো। শুক্রবার রাতে ফেসবুক কর্তৃপক্ষ তার প্রোফাইলটি ভেরিফাইড ঘোষণা করে। বাংলাদেশে প্রথমবারের মত কারো ফেসবুক পেজ এবং প্রোফাইল দু’টোই ভেরিফাইড হলো।

পলকের প্রোফাইল ভেরিফাইড হওয়ায় তার ফেসবুক ফ্যান, ফ্রেন্ড এবং ফলোয়াররা তাকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে ২০১৪ সালের ১৩ জুন শুক্রবার ফেসবুক পলকের পেজ ভেরিফাইড ঘোষণা করে।

এদিকে প্রোফাইল ভেরিফায়েড হওয়াতে ফেসবুক টিমসহ ফ্যান, ফলোয়ার এবং ফ্রেন্ডদের ধন্যবাদ জানিয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি তার ফেসবুক প্রোফাইলে লেখেন,. ‘থ্যাংকস এ লট অফ মাই ফ্যানস, ফলোয়ার, ফ্রেন্ডস অ্যান্ড ফেসবুক টিম ফর গ্রেট সাপোর্ট।’

পলকের ফেসবুকে প্রোফাইলে এখন ফ্রেন্ডের সংখ্যা, ৪ হাজার ৯৫৯জন, ফলোয়ারের সংখ্যা ৮৬ হাজার ৫১ জন। অন্যদিকে পলকের ভেরিফায়েড পেজে লাইকের সংখ্যা ৬ লাখ ৬৬ হাজার। জুনাইদ আহমেদ পলকের ফেসবুক পেজ লিংক : facebook.com/zapalak প্রোফাইল লিংক : www.facebook.com/palakmp



মন্তব্য চালু নেই