ভেঙে ফেলা হচ্ছে রাজেশ খান্নার বাংলো ‘আশীর্বাদ’

প্রয়াত অভিনেতা রাজেশ খান্নার বাংলো ‘আশীর্বাদ’ ভেঙে ফেলা হচ্ছে। আর সে জায়গায় ঠাঁই পাবে বহুতল ভবন। মুম্বাইয়ের বান্দ্রার সাগর তীরের এই বাংলো বাড়িতেই থাকতেন বর্ষীয়ান অভিনেতা রাজেশ খান্না।

‘আশীর্বাদ’ বাংলোর বর্তমান মালিক শিল্পপতি শশী কিরণ শেঠি গত ১৭ জুন জানান, দুই মাসের মধ্যেই এটি ভেঙে শুরু হবে বিলাসবহুল নতুন বাড়ি নির্মাণের কাজ। আর এর মধ্য দিয়েই সাড়ে ছয় হাজার বর্গফুট জায়গা জুড়ে অবস্থিত ‘আশীর্বাদ’ হয়ে থাকবে শুধুই স্মৃতি।

৫০ বছরে পুরনো বাড়িটি গত বছরের আগস্টে কিনে নেন শশী কিরণ শেঠি। বাংলোটি ভেঙে সেখানে তিন থেকে চারটি আলাদা বাড়ি তৈরি করবেন বলে জানান শশী। অবশ্য নতুন ভবনটির নামও ‘আশীর্বাদ’ থাকবে।

উল্লেখ্য, বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না ২০১২ সালের জুলাইয়ে মারা যান। তিনি এই বাংলোটি কিনেছিলেন বলিউড অভিনেতা রাজেন্দ্র কুমারের কাছ থেকে। প্রথমে এর নাম ‘ডিম্পল’ রাখলেও পরে তা বদলে‘আশীর্বাদ’ রাখা হয়।



মন্তব্য চালু নেই