‘ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের জমি বাজেয়াপ্ত হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের বাপ-দাদার কোনো জমির রেকর্ড থাকবে না। তাদের সব জমি বাজেয়াপ্ত করা হবে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার সকালে শিশু-কিশোর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ভূমি অফিস পোড়ানোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভূমি অফিস যারা পোড়াচ্ছে, তাদের বাপ-দাদার কোনো জমির রেকর্ড থাকবে না। সব জমি বাজেয়াপ্ত করা হবে। সেই ব্যবস্থাই আমাদের নিতে হবে। মুরগি-মাছ কোনো কিছুই বাদ যায়নি আগুন থেকে। এটা কী ধরনের আন্দোলন?’
জঙ্গিবাদে যারা বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘যারা জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই। জঙ্গিবাদটাই তাদের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘যখন বিশ্ব ইজতেমা হয় তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ অব্যাহত রাখে। ধর্মপ্রাণ মানুষদের ইজতেমায় আসতে বাধা দেওয়াই তাদের কাজ। কিসের আন্দোলন করছে তারা? এই জামায়াত-বিএনপি মিলেই এই কর্মকাণ্ড চালাচ্ছে।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদ করেছিলাম। যারা এই দেশে ইসলামের নামে রাজনীতি করছে তারা কয়জন এটার প্রতিবাদ করেছে। এটাই দুঃখজনক, এখানে কিছু মানুষ ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করবে। মানুষকে বিভ্রান্ত করবে। বিএনপি-জামায়াত মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালাচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধচলাকালীন সময়ে আমরা দেখেছি একই ঘটনা। মানুষ হত্যা করাসহ নানা ধরনের অপকর্ম করেছে ধর্মের নাম করে। যা সম্পূর্ণ ইসলাম ধর্মের পরিপন্থী। আজকেও আমরা দেখতে পাই একটি গোষ্ঠী ইসলাম ধর্মের নাম দিয়ে রাজনীতি করছে। বিএনপি ও তারা মিলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে।’
মন্তব্য চালু নেই