ভূত ধরার পকেট যন্ত্র!

বিশ্বাস করুন আর নাই করুন অতিপ্রাকৃত বলে কিছু আছে এটা অনেকেই মনেপ্রাণে বিশ্বাস করেন। অবশ্য তাদের এর সপক্ষে যুক্তিপ্রমাণও আছে। এমন অনেক ঘটনারই তারা সাক্ষী যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো নেই।

এই অতিপ্রাকৃত কিছুর অস্তিত্বকেই এক কথাই ভূত বলা হয়। আর এই ভূত শনাক্ত করারই যন্ত্র এখন মানুষের পকেটে!
ঘোস্টআর্ক (GhostArk) নামের যন্ত্রটিতে অত্যন্ত সংবেদনশালী কিছু সেন্সর বসানো আছে।

এগুলো আপনার আশেপাশে কোনো প্রেতাত্মা বা ভূতের অস্তিত্ব শনাক্ত করতে পারে। শুধু তা-ই নয় এ যন্ত্র অতিসূক্ষ্ণ শব্দ, আলো, বৈদ্যুতিক তরঙ্গ, বায়ুচাপ শনাক্ত করারও সক্ষমতা রাখে।

বিষয়টি নিয়ে যতোই বৈজ্ঞানিক বিতর্ক হোক মানুষের ভূত বিশ্বাসের প্রেরণা থেকে এটি তৈরি না হলেও অনেক কাজে লাগবে তাতে সন্দেহ নেই।



মন্তব্য চালু নেই