‘ভুলে ভরা বঙ্গবন্ধুর আত্মজীবনী’

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত ‘জাতির জনক’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটি লিখেছেন মুক্তিযোদ্ধা মিঞা মুজিবুর রহমান। এবং এর মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।

আর সেই অনুষ্ঠানে এসে ড. সৈয়দ আনোয়ার হোসেন সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পাঠ করার পরামর্শ দেন।

তবে তিনি বিস্ময় প্রকাশ করে আরো বলেন, ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটির ইংরেজি অনুবাদ ভুলে ভরা। ভুলে ভরা ইংরেজি অনুবাদের বইটি কীভাবে প্রধানমন্ত্রী বিদেশিদের হাতে তুলে দিলেন?’

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গ্লোবাল পাবলিশার্স ও ইত্যাদি গ্রন্থ প্রকাশ আয়োজিত এক আলোচনা সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন শেষে ড. সৈয়দ আনোয়ার হোসেন আরো বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালিকে স্বাধীন দেশসহ অনেক কিছু দিয়েছেন। কিন্তু বাঙালি বঙ্গবন্ধুকে কি দিয়েছে? বঙ্গবন্ধু সবার এ বিষয়টি এখন অনেকেই মানছে না।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান, দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ, ইত্যাদি গ্রন্থের স্বত্বাধিকারী জহিরুল আবেদিন জুয়েল প্রমুখ।



মন্তব্য চালু নেই