সাতক্ষীরার কলারোয়ার খবর

‘ভিশন-২০২১’ শীর্ষক সংবাদ সম্মেলন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তার

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কলারোয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল হক মল্লিক। জেলা তথ্য অফিস আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সরকার ঘোষিত ‘ভিশন-২০২১’ বিষয়ের উপর মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা সিরাজুল হক মল্লিক। তথ্যসেবা, তথ্য-প্রযুক্তির উৎকর্ষসাধনসহ সরকারের উন্নয়ন ও গঠনমূলক সকল বিষয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সাইন অপারেটর মনিরুল ইসলাম ও এপিএই অপারেটর মীর আজিজুর রহমান। সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম রহমান, সা.সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সা.সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য মাস্টার দীপক শেঠ, মনিরুল ইসলাম মনি, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, অধ্যাপক কেএম আনিছুর রহমান, এমএ সাজেদ, জাকির হোসেন, শেখ জিয়া, জিয়াউর রহমান জিয়া, আসাদুজ্জামান আসাদ, সুজাউল হক, সংবাদ সেবী কাজী আব্দুল ওহাব, প্রভাষক ইদ্রিস আলি প্রমুখ। সোমবার বিকেল সাড়ে ৩টায় কলারোয়া উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ভিশন-২০২১’ শীর্ষক আলোচনা সভায় মিডিয়া কর্মীসহ সকলের উপস্থিতি কামনা করেন জেলা তথ্য অফিসার সিরাজুল হক মল্লিক।

উপজেলা চেয়ারম্যানকে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা: কলারোয়া উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সরকারি কলেজ ছাত্রলীগের নয়া কমিটির নেতৃবৃন্দ।News-photo-09 রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় এ ফুলেল শুভেচ্ছা জানান। কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের নয়া কমিটির সভাপতি শফিউর রহমান শিমুল, সা.সম্পাদক আহানাফ তাজির অনিক ও সাংগঠনিক সম্পাদক তৈমুর ইসলামের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এদিকে, ছাত্র নেতৃবৃন্দ একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন সরকারি কলেজ অধ্যক্ষ সোহরাওয়ার্দি, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শাহাজাদাকে। ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সম্রাট, নয়ন, ইমদাদুল, শরিফ, আশিক, প্রসেনজিৎ, ইমামুল, পলাশ, ইমরান, রাজু, তরিকুল, আলামিন, সোহেল, মাসুদ রাজিব, সাঈদ, রাজিব, কবিরুল, সাইফুল, জাকির, নুর হোসেন, মনি প্রমুখ।

মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলে মতবিনিময় সভা: কলারোয়া মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলে রোববার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।News pic-

বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার ও জেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক একেএম ফজুলুল করিম, প্রধান শিক্ষক আজারুল ইসলাম, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক ইবাদুল হক, প্রধান শিক্ষক শামছুল হক, প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক ইজাজ উদ্দীন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আবদুর রকীব, পৌর কাউন্সিলর মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সিনিয়র শিক্ষক এসএম গোলাম রব্বানী, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কলারোয়া উপজেলা সভাপতি সংশ্লিষ্ট স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রহমান, মুরারীকাটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাধ্যমিক স্তরের শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমান সরকার ঘোষিত যুগোপযোগী সৃজনশীল শিক্ষা বিস্তারে প্রধান শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠান প্রধানরা পারেন সরকারের এই মহান উদ্যোগকে সফল করতে। মতবিরিময় সভায় প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ সংশ্লিষ্ট বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান।

মাদরাসা ছাত্রী অপহরণ ॥ থানায় মামলা: কলারোয়ায় আয়েশা খাতুন (১৬) নামে এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ করা হয়েছে। অপহরণের শিকার আয়েশা খাতুন উপজেলার শ্রীপতিপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।অপহরণ মামলার বিবরণে জানা যায়, উপজেলার ওফাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান (২৬) ৪/৫ মাসখানেক আগে জালালাবাদ দাখিল মাদরাসার ১০ম শ্রেণিতে পড়–য়া ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়ার পথে ডেকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এরপর প্রায় সময় মাদরাসায় যাওয়ার পথে বিভিন্ন কথা বলে উত্যক্ত করে। এর এক পর্যায়ে একদিন হাসান মেয়েটির পিতার নিকট বিয়ের প্রস্তাব দিলে তাও তার পিতা প্রত্যাখান করে। এতে ক্ষিপ্ত হয়ে অপহরণকারী হাসান গত ২ সেপ্টেম্বর সকাল ৬ টার দিকে এক ভাড়াটিয়া মোটরসাইকেল নিয়ে মেয়েটির বাড়ির পাশে রাস্তার উপর ওৎ পেতে বসে থাকে। এ সময় আয়েশা খাতুন মাদরাসায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ওইখানে আসা মাত্রই তাকে মুখ চেপে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে মোটর সাইকেলে উঠিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। বিগত দুই মাস যাবৎ অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোন সন্ধান মিলেনি। অবশেষে গত শনিবার রাতে কলারোয়া থানায় অপরণের শিকার আয়েশা খাতুনের পিতা রবিউল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নং-৮,তারিখ-০৮.১১.১৪।



মন্তব্য চালু নেই