ভিপি তালিকা থেকে মান্নার নাম ‍মুছে ফেলল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও জিএসদের নামফলকের তালিকা থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নাম মুছে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় তার ছবিতে অগ্নিসংযোগও করা হয়।

ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দীর নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা মঙ্গলবার সোয়া ১টার দিকে মান্নার ছবিতে অগ্নিসংযোগ ও ডাকসু ভবনে রাখা ভিপি ও জিএসদের নামফলকের তালিকা থেকে তার নাম মুছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান জীবন, সহ-সম্পাদক আসাদুজ্জামান নাদিম, ঢাবি ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শেখ ফয়সাল প্রমুখ।

জয়দেব নন্দী বলেন, ‘ঢাবিতে যারা পড়তে আসে তাদের মায়েরা স্বপ্ন দেখে তাদের সন্তান শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখবে। মাহমুদুর রহমান এ সব মায়েদের বুক খালি করার নীল নকশা একেছেন।’

bsl-inner_thereport24



মন্তব্য চালু নেই