ভাসতে ভাসতে হরিরামপুর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দৌলতদিয়াঘাট থেকে ৯টি বাস, ১০টি প্রাইভেটকারসহ সহস্রাধিক যাত্রী নিয়ে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি দৌলতদিয়া চ্যানেল অতিক্রম করে মাঝ নদীতে পৌঁছাতেই হঠাৎ ফেরির ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এতে ফেরিটি সেখানে বিকল হয়ে পড়ে। এদিকে নদীর প্রবল স্রোতের টানে বিকল ফেরিটি কয়েক কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলা পেরিয়ে হরিরামপুর উপজেলা এলাকায় গিয়ে পৌঁছায়। পরে ভেসে যাওয়া ফেরিটি উদ্ধারে পাটুরিয়াঘাট থেকে ভাষা শহীদ বরকত নামে অপর একটি রো রো ফেরি পাঠানো হয়। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডাব্লিউটিসির দৌলতদিয়াঘাট ম্যানেজার মো. শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘চলাচলকারী রো রো (বড়) ফেরিগুলো অনেক পুরনো। এ কারণে স্রোতের বিপরীতে চলাচল করতে গিয়ে ফেরিগুলো প্রায়ই বিকল হয়ে পড়ছে।’
মন্তব্য চালু নেই