ভাষা শহীদদের প্রতি মুশফিকের শ্রদ্ধা

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। সেই ছবি ফেসবুকের ভেরিফায়েড পেইজে পোস্ট করেছেন তিনি।

ভারত সিরিজ শেষে ক্রিকেটাররা এখন ছুটিতে। ছুটি কাটাতে সাদা পোশাকের দলপতি মুশফিক রয়েছেন বগুড়ায় নিজ বাড়িতে। স্থানীয় একটি শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুশফিক। এসময় তার পোশাকে আটকানো ছিল কালো ব্যাজ। এর আগেই মুশফিক ফেসবুকের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

একুশ নিয়ে ফেসবুক স্ট্যাটাসে দেন মুশফিক। তাতে তিনি লিখেছেন, একুশ আমার মুক্ত স্বাধীন, একুশ আমার স্বাধিকার, একুশ আমায় দিয়েছে কথা বলার অধিকার। ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

ফেসবুকের কাভার ফটোতেও মুশফিক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন।



মন্তব্য চালু নেই