ভালোবাসার ৫ স্তরের মাঝে আপনি কোন স্তরে

সম্প্রতি গবেষকরা বলেছেন ভালোবাসার পাঁচটি স্তর রয়েছে। আর এই স্তরগুলোই নির্ধারণ করে আপনি সম্পর্ককে এগিয়ে নিবেন, নাকি যেকোনো সময় চম্পট দেবেন।

ইউকে ডেটিং ওয়েবসাইট ‘ই-হারমনি’ পরিচালিত এক গবেষণায় বলা হয়, ভালোবাসার প্রতিটি স্তরেই প্রেমিক-প্রেমিকার বিচ্ছিন্নতা ঘটতে পারে। আবার যেকোনো স্তরে তা ফিরেও আসতে পারে।

এই পাঁচটি স্তর হলো : উদ্বেগ, সম্পর্ক গড়ে তোলা, আত্মীকরণ, সততা এবং স্থায়িত্ব। এর প্রথম স্তরে প্রেমময় মনটি দ্রুত মাথাচাড়া দিয়ে ওঠে। এ সময়ে একজন অপরজনকে ছাড়া কিছুই ভাবতে পারে না।

মনোবিজ্ঞানী লিন্ডা পাপাডোপোলস বলেন, প্রথম স্তরে সম্পর্ক বেশ মধুর থাকে। দ্বিতীয় স্তরে দেহে নিউরোক্যামিকেলসের নিঃসরণ ঘটে। আরো গভীর মজা পেতে চায় দেহ-মন। এটা এক ধরনের সুখী উদ্বেগ।

এর পরই সম্পর্কের ভিত্তি গড়ে উঠতে থাকে। তৃতীয় স্তরে এসে সম্পর্ক ঠিক না বেঠিক সেই প্রশ্নটি দুজনের মনে ঘুরপাক খায়। চতুর্থ স্তরে স্ট্রেস দেখা দেয়। চতুর্থ স্তর পেরুনোমাত্র বিশ্বাস ও অন্তরঙ্গতা বাড়ে। আর এভাবে স্থায়িত্ব পায় সম্পর্ক।

আপনি মিলিয়ে দেখুন আপনার সম্পর্কটি কোন স্তরে রয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস



মন্তব্য চালু নেই