ভালবাসা দিবসে খোলামেলা বাংলাদেশী নারী মডেল (ভিডিও)

বাংলাদেশের মডেল অভিনয় শিল্পী কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। সবার মতো বিশ্ব ভালোবাসা দিবসকে ‍তিনিও ‌উৎযাপন করেছেন। তবে তিনি তার ভ্যালেন্টাইনস ডে উৎযাপন করেছেন যুক্তরাষ্ট্রের মায়ামিতে।

১৪ ফেব্রুয়ারি শনিবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন প্রিয়া। সেখানে দেখা যায় মায়ামির সাউথ বিচে হাটছেন তিনি। পাশাপাশি তার কণ্ঠে শোনা যাচ্ছিল বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সাগরের সৈকতে তীর থেকে শিরোনামের গানটি। ভিডিওটির মাধ্যমে প্রিয়া ‍সবাইকে একটি বারের জন্য হলেও মায়ামিতে ঘুরে আসার আহ্ববান জানান। এবং সবশেষে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। এ সময় তাকে বেশ খোলামেলা অবস্থাতে দেখা যায়।

আর্শিনা প্রিয়া চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত কার্তুজসিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন। আইটেম গানের পাশাপাশি সিনেমাটিতে একটি গানে কিশোরের সঙ্গে প্লেব্যাকও করেছেন তিনি। এর আগে তিনি ‘বনফুল মিষ্টি’, ‘মেডিনোভা’ সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন।

দেখুন: মায়ামির সাউথ বিচে আর্শিনা প্রিয়ার ভিডিও



মন্তব্য চালু নেই