ভালবাসা দিবসে আসছে তিন তারকার ‘স্বপ্নের হাত ধরে’
সেলিম রেজা : আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসকে সামনে রেখে সাউন্ডেকের ব্যানারে নাজির মাহমুদের সুরে মিক্স এ্যালবাম “স্বপ্নের হাত ধরে”। এতে গান গেয়েছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আকাশ সেন, স্বপ্নীল সোহেল এবং মোহনা।
এ্যালবামে থাকছে ৩টি, যথা: (১) আই লাভ ইউ জান, (২) কোন আকাশে উড়বে তুমি, ও (৩) স্বপ্নের হাত ধরে। এর মধ্যে চমক হিসেবে টাইটেল গানটির ভিডিও সহ শ্রোতারা সাউন্ডটেকের ইউটিউবি চ্যানেলে দেখতে পাবেন। গান লিখেছেন, শরিফ আল দিন, লালন লোহানি এবং মিউজিক করেছেন মুশফিক লিটু, বিজয় মামুন। ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা।
আওয়ার নিউজ বিডি’র সাথে এ্যালবামের টিমের সাথে কথা হলে বলেন, ‘অনেক যত্ন নিয়ে আমরা পুরো টিম কাজটি করেছি সো এই এ্যালবামটি নিয়ে আমরা অনেক আশাবাদি; বাকিটা শ্রোতারাই বিচার করবেন।
মন্তব্য চালু নেই