ভারত তিস্তার পানি নিয়ে নাটক করছে : ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তিস্তার পানি নিয়ে ভারত নাটক করেছে। আমরা যখন লংমার্চে তিস্তা অভিমূখে যাচ্ছিলাম তখন পানি দিল। আবার যখন চলে এলাম তখন পানি বন্ধ করে দিল। এটা তামাশা ছাড়া আর কিছু না।’
রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘বর্তমান বিদুৎ পরিস্থিতি: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক এ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। যারা তাদের ক্ষমতায় এনেছে, তারা কী ভাবলো সেটিই মূখ্য বিষয়।’
তিনি বলেন, ‘দেশ অন্যের হাতে চলে যাচ্ছে। দেশের সবচেয়ে বড় খাত বিদ্যুৎও হাতছাড়া হয়ে যাচ্ছে। করিডোর দেওয়ার উদ্দেশ্য কী সেটাও প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।’
ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ এনে ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘লুণ্ঠন করা তাদের পুরনো অভ্যাস। বিদ্যুৎ সেক্টরে চুরি করতে কুইক রেন্টালের দায়িত্ব নিজেদের লোকদের দিয়েছে। অনেকের নাম জানি, বলতে চাই না। তারা অনেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন।’
দেশের মানুষ কেন এখনো আন্দোলনে নামছে না তাতে বিষ্ময় প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ‘দেশের মানুষ এতো সহনশীল হলো কি করে? যারা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কেন জানি না, তারা সব দেখেও মুখ বুঝে সহ্য করছে।’
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আকতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী আফজাল হোসেন, প্রকৌশলী ইকরামুল হক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম।
মন্তব্য চালু নেই