ভারতে সোয়াইন ফ্লুতে মৃত ১৯১
সোয়াইন ফ্লুর প্রকোপে ভারতের উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও তেলেঙ্গানা প্রদেশে মারা গেছেন ১৯১ জন।
চলতি বছরের শুরু থেকে হানা দেওয়া এ ফ্লুতে সবেচেয়ে বেশী লোক মারা গেছে রাজস্থানে। সেখানে মৃতের সংখ্যা ৮৫ জন। গুজরাটে মারা গেছেন ৬২ জন। তেলেঙ্গানায় সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৩০ ও হরিয়ানায় ১০। উত্তর প্রদেশে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
গুজরাটের মধ্যে সোয়াইন ফ্লুর প্রকোপ সবচেয়ে বেশী কচ্ছে। কচ্ছের হাসপাতালগুলোতে এ ফ্লু চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় রোগীদের আহমেদাবাদে স্থানান্তর করা হচ্ছে।
ওই পাঁচ প্রদেশ ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে সোয়াইন ফ্লুর প্রকোপ।
মন্তব্য চালু নেই