ভারতে ব্যতিক্রমধর্মী জমকালো গণবিয়ে অনুষ্ঠিত

ভারতের মধ্যপ্রদেশের ভোপাল শহরে মঙ্গলবার আয়োজিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী জমকালো গণবিয়ের অনুষ্ঠান। যৌতুক প্রথার বিরোধিতা করে মঙ্গলবার ১৫০টি জুটি এ দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

“কন্যাশিশুকে রক্ষা কর” ও “সমাজকে সুশিক্ষিত কর” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অখিল ভারতীয় পাল মহাসভা’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন এ গণবিয়ের আয়োজন করে। বিয়ের অনুষ্ঠানের জন্য হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘অক্ষয় তৃতীয়’ উৎসবের দিনটিকে বেছে নেয় সংগঠনটি। বিয়ে ও ব্যবসা বাণিজ্যের জন্য ভারতে এই দিনকে শুভক্ষণ হিসেবে বিবেচনা করা হয়।

গণবিয়ে বিয়ের খরচ কমানোর পাশাপাশি বাল্যবিবাহ, ও যৌতুকের মতো সামাজিক ব্যাধিকে দূরে রাখে বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট। তবে হিন্দুধর্মে পণপ্রথার বিধান থাকায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি পণের পরিমাণ সর্বোচ্চ ২৫ হাজার রুপি ধার্য করে দেন।



মন্তব্য চালু নেই