ভারতে পাচারের সময় বেনাপোলে আটক ২৯
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৯ জনকে আটক করেছে খুলনা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্তে আটকদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫জন নারী এবং একটি শিশু রয়েছে বলে খুলনা বিজিবির পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, “মিথ্যা প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে পুটখালী সীমান্তের চরেরমাঠ দিয়ে আটককৃতদের ভারতে পাঠাচ্ছিলো। এসময় অভিযান চালিয়ে বিজিবির টহলদল তাদের আটক করে।” তবে তাদের সঙ্গে থাকা ‘পাচারকারী দালালরা’ বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান তিনি। আটকদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বেনাপোল বন্দর থানায় মামলা হয়েছে বলে জানান সেখানকার এসআই আশরাফুল আলম।
মন্তব্য চালু নেই