ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ২২ মণ ইলিশ আটক
সাতক্ষীরার শাখরা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের চেষ্টাকালে ২২ মণ ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে, এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার ভোর ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শাখরা-কোমরপুর ব্রিজের উপর থেকে এই মাছ উদ্ধার করা হয়।
বিজিবি’র সাতক্ষীরার নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে ইলিশের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা সেখানে অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ইলিশের ২২টি কার্টুন ফেলে পালিয়ে যায়। কার্টুনগুলোতে ১ মণ করে ইলিশ মাছ ছিল।
সাতক্ষীরা ৩৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কবির আহমেদ এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত মাছের মূল্য প্রায় দশ লাশ টাকা।
মন্তব্য চালু নেই