ভারতে তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় চলমান তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫ জন হয়েছে। শুধু শনিবারই মারা গেছে ১৩৫ জন। এর মধ্যে অন্ধ্রপ্রদেশে ৭৫ জন এবং তেলেঙ্গনায় ৬০ জন মারা গেছে। রবিবার দেশটির গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার গোটা ভারতে তাপমাত্রা বেড়েছে। রাজধানী নয়াদিল্লিতেই শনিবার তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল তেলেঙ্গনার খাম্মামে। ওইদিনের ৪৮ ডিগ্রি তাপমাত্রা ওই এলাকার জন্য ছিল একটি রেকর্ড। এর আগে ১৯৪৭ সালে সেখানে তাপমাত্রা ছিল ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, মধ্যপ্রদেশ, বিদারভা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, বিহার, উত্তরপ্রদেশ, এলাহাবাদ ও ঝাড়খণ্ডসহ বেশ কয়েকটি এলাকায় আগামী কয়েকদিন এ ধরনের তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তেও পারে বলে সতর্ক করা হয়েছে।



মন্তব্য চালু নেই