ভারতে ট্রেন দুর্ঘটনায় খালেদা-ফখরুলের শোক

ভারতের উত্তর প্রদেশের কানপুরে `পাটনা-ইন্দোর এক্সপ্রেস` ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হয়ে ৯৬ জন যাত্রী নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় খালেদা বলেন, ভারতের কানপুর থেকে ১০০ কি.মি. দূরে পুখরানে ট্রেনের ১৪ বগি লাইনচ্যুত হয়ে এ পর্যন্ত ১০৭ যাত্রী নিহত ও ১০০ জন আহত হওয়ায় গভীরভাবে ব্যথিত ও মর্মাহত হয়েছি। এ শোকাবহ ঘটনায় ভারতের সরকার, সে দেশের জনগণ ও হতাহতের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।



মন্তব্য চালু নেই