ভারতে চালু হলো অ্যাপল স্টোর

অবশেষে ভারতে চালু হলো অ্যাপল স্টোর। এই স্টোরে অ্যাপলের আইফোন, আইপ্যাডসহ তাদের প্রযুক্তি পণ্য বিক্রি ও প্রদর্শন করা হবে। সারা পৃথিবীতে ১৭টি দেশে ৪৬০টি স্টোর আছে অ্যাপেলের। এর মধ্যে অর্ধেক স্টোরই যুক্তরাষ্ট্রে।

এবার ভারতবাসী অ্যাপলের পণ্য কেনার সৌভাগ্য অর্জন করলো।

ভারতে ৬ টি স্টোর খুলেছে অ্যাপল। দেশটিতে অ্যাপল ব্যবসা করার জন্য টাটার ইলেকট্রনিক চেইন ক্রোমার সঙ্গে গাঁটছাড়া বেধেছে।

৪০০ থেকে ৫০০ স্কোয়ার ফুট জায়গা জুড়ে বিশ্বের বাকি স্টোরগুলির আদলেই এই স্টোরগুলি সাজানো হবে।

শুরুতে মুম্বাই ও বেঙ্গালুরুতে খোলা হবে এই স্টোরগুলো। আস্তে আস্তে ভারতের অন্যান্য শহরের ছড়িয়ে যাবে অ্যাপল।



মন্তব্য চালু নেই