ভারতের প্রশংসায় মিসবাহ

ব্যাট এবং বল হাতে দিনটি ভারতেরই ছিল। বিশ্বকাপে এভাবে ছয় ছয়টি দিন ভারতেরই হয়েছে। পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। অ্যাডিলেড ওভালেও তাই হলো। দিন শেষে বিজয়ী দলটির নাম ভারত। ৭৬ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে তারা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে ধারাভাষ্যকারের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে, পরাজয়ের কারণ হিসেবে যেমন নিজেদের ব্যাটিং ব্যার্থতাকে দায়ী করলেন, তেমনি ভারতেরও প্রশংসা করলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক।

পরাজিত দলের অধিনায়ক হলেও পুরস্কার বিতরনী মঞ্চে সঞ্চালকের মাইক্রোফোনের সামনে যেতে হয়। নিয়মানুসারেই গেলেন মিসবাহ এবং সেখানে গিয়ে ভারতের প্রশংসাই করলেন এবং বললেন, ‘ব্যাট হাতে তারা আমাদের সামনে অনেক বড় একটি স্কোর দাঁড় করিয়ে দিতে পেরেছে। ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের সামথ্যের পুরোটা ঢেলে দিতে পেরেছেন। একই সঙ্গে তাদের বোলাররাও ভালো বল করেছেন।’

নিজেদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিসবাহ বলেন, ‘ইনিংসের মাঝপথে এসে আমরা দ্রুত তিনটি উইকেট হারিয়ে ফেলেছি। যা বড় রান তাড়া করতে গিয়ে আমাদের বিপদে ফেলে দেয়। উইকেট ছিল অনেক ভালো। ৩০০ রান তাড়া করা সম্ভব ছিল। ব্যাটসম্যানরা যদি নিজেদের মতো করে খেলতে পারতেন, তাহলে দিনটা আমাদেরও হতে পারতো। দু’তিনজন ব্যাটসম্যানতো দাঁড়াতেই পারেনি। আউট হয়ে গেছেন প্রথম দু’তিনটি বলের মধ্যেই।’

প্রথম ম্যাচে হেরে গেলো পাকিস্তান। এ পরাজয় নিয়ে দলের মধ্যে আলোচনা হবে কি না? মিসবাহ বলেন, ‘আমরা এই মুহূর্ত থেকে এটা ভুলে থাকতে চাই। কারণ বিশ্বকাপ মাত্র শুরু হলো। আমাদের সামনেই তাকাতে হবে। না হয়, কোনভাবেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না।’



মন্তব্য চালু নেই