ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ দুই বাংলার ‘শঙ্খচিল’

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি নির্বাচিত হয়েছে গৌতম ঘোষ পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খচিল’। সোমবার এ তালিকা প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশ থেকে এই ছবির প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে থাকছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।

এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন কলকাতার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ও বাংলাদেশের অভিনেত্রী কুসুম শিকদার। এছাড়াও অভিনয় করেছেন উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপঙ্কর দে এবং প্রিয়াংশু চট্টোপাধ্যায়। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। দেশভাগ পরবর্তী সময়ে সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

গত বছরের মাঝামাঝি সময়ে শুরু হয় ‘শঙ্খচিল’এর শুটিং। কাজ চলেছে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি স্থানে। আসছে পহেলা বৈশাখ চলচ্চিত্রটি দুই বাংলায় একযোগে মুক্তি পেতে যাচ্ছে।



মন্তব্য চালু নেই