ভারতীয় সেনাপ্রধা‌নের দফায় দফায় বাংলা‌দেশ সফ‌রে জনগণ উদ্ধিগ্ন : লেবার পা‌র্টি

প্র‌তিরক্ষা চু‌ক্তির না‌মে সার্ব‌ভৌমত্ব বি‌রোধী কা‌লো চু‌ক্তি বা‌তি‌লের দাবী জা‌নি‌য়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তা‌ফিজুর রহমান ইরান ও মহাস‌চিব হামদুল্লাহ অাল মে‌হেদী (র‌বিবার) এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছেন, সম্প্র‌তি দিল্লীর হায়দ্রাবাদ হাউ‌জে প্র‌তিরক্ষা চু‌ক্তি ও সম‌ঝোতা স্মার‌কে স্বাক্ষ‌রের মাধ্য‌মে বাংলা‌দেশ‌ নতুন ক‌রে ভার‌তের গোলামীর জি‌ঞ্জি‌রে অাবদ্ধ হ‌য়ে‌ছে। স্বাধীন বাংলা‌দে‌শে ভারতীয় সেনা প্রধা‌নের দফায় দফায় সফ‌র উদ্ধেগজনক ও সার্ব‌ভৌমত্বের জন্য অশ‌নি সং‌কেত। এতে বাং‌লা‌দে‌শের দেশ‌প্রে‌মিক সাধারন জনগন চরম ভা‌বে নিরাপত্তাহীন ও উদ্বিগ্ন হ‌য়ে প‌ড়ে‌ছে।

সরকা‌রের সকল চু‌ক্তি জনসম্মু‌খে প্রকা‌শের দাবী জা‌নি‌য়ে নেতৃদ্বয় ব‌লেন, ২৫ সালা গোলামী চু‌ক্তির খেসারত জা‌তি‌কে চরম ভা‌বে দি‌তে হ‌য়ে‌ছে। প্র‌তিরক্ষা চু‌ক্তির না‌মে দেশ‌প্রে‌মিক সেনাবাহী‌নিকে দুর্বল করা ও নিরাপত্তা কৌশল ও কর্মপন্থা প্র‌তিপক্ষ‌কে জানার সু‌যোগ সৃ‌ষ্টি কর‌বে, নতুন অত্যাধু‌নিক অস্র ও সরঞ্জামা‌দির প‌রির্ব‌তে ভারতীয় সেনাবাহী‌নির ব্যবহা‌রিত পুরাতন অস্র চড়া দা‌মে চা‌পি‌য়ে দেয়া হ‌বে, যা দেশের নিরাপত্তার জন্য হুম‌কি স্বরুপ। এ চু‌ক্তি ভার‌তের নিরাপত্তার জন্য বাংলা‌দে‌শের গোলামী চু‌ক্তি। ব‌ঙ্গোপসাগ‌রে- ভারত মহাসাগর, অারব সাগর‌কে ঘি‌রে মা‌র্কিন যুক্তরাষ্ট্র ও ভার‌তের যে যুদ্ধ‌জোট ও প‌রিকল্পনা র‌য়ে‌ছে, প্র‌তিরক্ষা চু‌ক্তির না‌মে ভারত সু‌কৌশ‌লে তার সা‌থে বাংলা‌দেশ‌কে যুক্ত ক‌রে‌ছে। ভোটার‌বিহীন সরকা‌রের এসব দেশ‌বি‌রোধী চু‌ক্তির সা‌থে জনগ‌নের কোন সর্ম্পক নেই। জনগন প্র‌তিরক্ষা চু‌ক্তির না‌মে সার্ব‌ভৌমত্ব ধ্বংসকারী কোন চু‌ক্তির বাস্তবায়ন হ‌তে দে‌বে না।



মন্তব্য চালু নেই